রোজদিন ডেস্ক,কলকাতা :- সাত সকালে মা ফ্লাই ওভার এ ঘটলো মর্মন্তিক দুর্ঘটনা। ছিটকে পড়লেন ওপর থেকে নিচে বাইক সমেত 2 আরোহী। ভেসে যায় ওই জায়গা রক্তে। তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাইকটি চিংড়িঘাটা থেকে সোজা সায়েন্স সিটির দিকে আসছিল। আর তখনই আসার সময় সজোরে ডিভাইডারে ধাক্কা মারে মোটরবাইকটি। আর ছিটকে নিচে পড়ে যান মোটরবাইকে থাকা দু’জন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা আসেন এবং কিছুক্ষণ পর মৃত বলে দু’জনকে জানিয়ে দেন। আজ সকালে এই পথ দুর্ঘটনার জেরে মা উড়ালপুল এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকা কিছুক্ষণ সময়ের জন্য যানজট হয়। তখন নিত্যযাত্রীরা বেশ চাপে পড়ে যান। অন্য রাস্তা দিয়ে যাতায়াতের চেষ্টা করেন। বাসও থমকে যায়। তখন সেখানে থাকা ট্রাফিক পুলিশ উদ্যোগ নিয়ে এলাকা যানজটমুক্ত করেন।
পুলিশ জানায়, ওই মৃত দু’জন মোটরবাইক আরোহীর নাম দানিস আলম, বয়স ১৮ এবং আনিস রানা বয়স ১৯। ওই দুই যুবকই বউবাজার এলাকার বাসিন্দা।
দানিস সকালে তাঁর দাদার মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল। কিন্তু পথে এমন কাণ্ড ঘটবে সেটা কেউ ভাবতে পারেননি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আজকের দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন। ঘটনাস্থল থেকেই জানান দ্রুত মা ফ্লাইওভারে দুর্ঘটনা রুখতে ডাক দেওয়া হবে বৈঠকের।
Be the first to comment