রোজদিন ডেস্ক,কলকাতা :- উত্তরপ্রদেশের পিলিভিটে এনকাউন্টার। পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এনকাউন্টারে নিহত ৩ খালিস্তানি জঙ্গি। পঞ্জাবের গুরদাসপুরে একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত ছিল নিহত ৩ জঙ্গি। নিহতদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি গ্লোক পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানান, এলাকায় এই ৩ জঙ্গির লুকিয়ে থাকার খবর দেয় পঞ্জাব পুলিশ। সেই খবর অনুযায়ী, সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন, পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে। প্রথমে নিহতদের আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, পুলিশি নির্দেশ অমান্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পুলিশের গুলিতে ৩ জনের মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে আহত হন দুই পুলিশ কনস্টেবল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হল গুরবিন্দর সিং (২৫), বিরেন্দর সিং ওরফে রবি (২৩) এবং জসপ্রিত সিং ওরফে প্রতাপ সিং (১৮)। তারা সকলেই গুরদাসপুরের বাসিন্দা। পাকিস্তানের মদতপুষ্ট খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের (কেজেডএফ) সদস্য বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, পঞ্জাব পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল তারা। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব।
ঘটনা প্রসঙ্গে পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে বলেন, “জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিই আমরা। পুরানপুর এলাকায় পুলিশি নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।” তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত রয়েছে বলে জানান এসপি পাণ্ডে। সেই সঙ্গে তিনি বলেন, “জঙ্গিদের গুলিতে ২ কনস্টেবল আহত হয়েছেন। এই মুহূর্তে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। নিহতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চুরি যাওয়া বাইকও উদ্ধার করা হয়েছে।”
In a major breakthrough against a #Pak-sponsored Khalistan Zindabad Force(KZF) terror module, a joint operation of UP Police and Punjab Police has led to an encounter with three module members who fired at the police party.
This terror module is involved in grenade attacks at…
— DGP Punjab Police (@DGPPunjabPolice) December 23, 2024
Be the first to comment