রোজদিন ডেস্ক,কলকাতা :- ভারতে অনুপ্রবেশের পর আগরতলা থেকে কলকাতায় আসার পরিকল্পনা ছিল। তবে তার আগেই আগরতলা স্টেশনে ধরা পড়ে গেল তিন বাংলাদেশী। তাদের নাম ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস ও মহম্মদ মালিক। ধৃতরা বাংলাদেশের নোয়াখালির বাসিন্দারা বলে জানা গিয়েছে। আগরতলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশের পর আগরতলা থেকে কলকাতায় চলে আসার পরিকল্পনা ছিল ধৃতদের।
তবে তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা স্টেশনে যৌথ অভিযান চালায় আগরতলা রেল পুলিশ, আরপিএফ, সীমান্তরক্ষী বাহিনী। আগরতলা স্টেশনে তিনজনকে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাদের আটক করা হয়। এরপর তাদের জেরা শুরু হয়। তারা কীভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে, সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি। কোনও বৈধ নথিও দেখাতে পারেনি ধৃতরা। এই কারণে তাদের গ্রেফতার হয়েছে।
আগরতলা পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, আগরতলা থেকে ট্রেন ধরে কলকাতায় আসার পরিকল্পনা করছিল অনুপ্রবেশকারীরা। সেই উদ্দেশ্যেই তারা আগরতলা স্টেশনে পৌঁছে যায়। তবে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগেই তারা ধরা পড়ে গেল।
Be the first to comment