পুষ্পা -২ এর অভিনেতা আল্লু আর্জুনের বাড়িতে বিক্ষোভকারীদের হামলা

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :-  পুষ্পা -২ অভিনেতা আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে ভাঙচুর চালায় ওইউ জেএসি। অর্জুন ও অরবিন্দের হায়দরাবাদের বাড়িতে ফুলের টব ভেঙে, টমেটো ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়া নিয়ে এই ঘটনার পর হায়দরাবাদের জুবিলি হিলসে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ।

ছেলে অর্জুনের সঙ্গে তাঁর বাড়িতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অরবিন্দ বলেন, ‘আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়।’

পুলিশ ভাঙচুরকারীদের গ্রেপ্তার করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।’

সঙ্গে আল্লুর বাবা আরও বললেন, ‘তবে মিডিয়া রয়েছে বলেই আমি নিজের প্রতিক্রিয়া জানাব না। এখন সময় সংযমের। আইন তার নিজস্ব পথে চলবে।’
বিক্ষোভকারীদের মধ্যে একজন জানান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবি, আল্লু অর্জুন প্রয়াত রেবতীর পরিবারের খেয়াল রাখুন। ৬ ঘণ্টা জেলে থাকার পর, যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন, তখন কেন এত চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু একজন মহিলা মারা গেলে তাঁদের কেউই পাত্তা দিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*