রোজদিন ডেস্ক,কলকাতা :- বাংলার ক্রিকেট ময়দানে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত বাংলার ক্রিকেটার। মাত্র ৩৯ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতা ময়দানে পরিচিত নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেও প্রতিদিনের মত ব্রেকফাস্ট সেরে শরীর খারাপ লাগায় আবার শুতে গিয়েছিলেন। বিকেলের দিকে ডাকার পর না ওঠার ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার পাশাপাশি পাশাপাশি ময়দানে ক্লাব ক্রিকেচে ইস্টবেঙ্গল ক্লাবের মত নামি দলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছিল তাঁর। পাশাপাশি দাপটের সঙ্গে খেলেছেন আরও একাধিক ক্লাবে।
Be the first to comment