রোজদিন ডেস্ক,কলকাতা :- সম্প্রতি একটি হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে, দুই বাইক আরোহী ট্রাকের সামনে থাকা বাম্পারে আটকে পড়েছে। তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা বাম্পার শক্ত করে ধরে সাহায্যের জন্য চিৎকার করছে এবং হাতের ইশারা করছে। কিন্তু তাদের চিৎকার ট্রাক চালকের কানে পর্যন্ত পৌঁছায়নি।
ঘটনাটি রাত প্রায় সাড়ে এগারোটায় ঘটে। নুনিহাইয়ের বাসিন্দা রাব্বি ও জাকির খাওয়া সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিল। রামবাগ মোড়ে তারা ইউ টার্ন নেয়ার সময়, ফিরোজাবাদের দিক থেকে আসা একটি ট্রাক তাদের বাইকে ধাক্কা মারে। ধাক্কার পর তারা বাইকসহ ট্রাকের বাম্পারে আটকে পড়ে এবং চাকা থেকে বাঁচতে বাম্পার শক্ত করে ধরে।
চালক ভেবেছিল তারা মারা গেছে এবং ট্রাক থামায়নি। প্রায় এক কিলোমিটার ধরে তাদের টেনে নিয়ে যাওয়ার পর, ভিড়ের কারণে ট্রাক থামাতে বাধ্য হয়। উপস্থিত জনতা চালককে ধরে মারধর করে। আহত দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
आगरा में एक ट्रक ड्राइवर ने बाइक सवार युवक को पहले टक्कर मारी और भागने की कोशिश करने लगा,
भागते हुए ट्रक में मोटर साइकिल और युवक दोनों फँस गए।दोनों युवकों को ट्रक वाला कई मीटर तक घसीटता हुआ ले गया
VC-@madanjournalist pic.twitter.com/h8gNu5KheT
— Priya singh (@priyarajputlive) December 23, 2024
Be the first to comment