মহাকাশের স্পেস স্টেশনেই বড়দিন পালন সুনীতা উইলিয়ামসদের, পৃথিবীতে শুভেচ্ছা বার্তাও পাঠালেন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- দীর্ঘ কয়েক মাস ধরে মহাশূন্যেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। মার্কিন নির্বাচনে ভোট দেওয়া থেকে শুরু করে দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা, সবই তাঁরা করেছেন স্পেস স্টেশন থেকেই। তাঁরা যে সেখানেই বড়দিন উদযাপনও করবেন, তা আগেই জানানো হয়েছিল। বড়দিনের জন্য স্পেস স্টেশন সাজানোও শুরু হয়েছিল। আর বড়দিনের ঠিক একদিন আগেই মহাকাশ থেকে একটি ভিডিও বার্তায় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন সুনীতারা।

নাসার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে নিজেদের বড়দিনের পরিকল্পনাও সকলকে জানিয়েছেন সুনীতা ও তাঁর সঙ্গীরা। সুনীতা বলেন, ‘ক্রিসমাসে সবচেয়ে পছন্দের বিষয়টিই হল এর জন্য প্রস্তুতি নেওয়া। আমরাও ক্রিসমাসের জন্য স্পেস স্টেশনেই প্রস্তুতি নিচ্ছি। এখানে আমরা সাতজন রয়েছি এবং সকলে মিলে একসঙ্গে মজা করব।’ ভিডিওতে অন্যান্য সময় সুনীতাদের স্পেস সুটে দেখা গেলেও, এদিন সকলেই পরেছিলেন রঙ-বেরঙের জামাকাপড়। তাঁদের সকলের মাথায় ছিল লাল-সাদা রঙের ক্রিসমাস টুপিও। তাঁদের পাশে একটি ক্রিসমাস ট্রি-ও রাখা ছিল। সম্প্রতি সুনীতাদের উদ্ধারে স্পেস স্টেশনে পৌঁছেছে স্পেস-এক্সের রকেট। আর তাতে করে বড়দিন উপলক্ষে সুনীতাদের জন্য প্রচুর খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন উপহারও পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছর জুনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আর ফিরতে পারেনি। সুনীতাদের ছাড়াই পৃথিবীতে ফেরত আসে মহাকাশযানটি। তাঁদের ফেব্রুয়ারিতে ফেরার কথা ছিল। কিন্তু তা সম্প্রতি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ নতুন ড্রাগন স্পেসক্রাফট প্রস্তুত করতে আরও কিছুটা সময় লাগবে। তাই ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের শেষের দিকে স্পেসএক্স ক্রু-১০ মিশনের মাধ্যমে পৃথিবীতে ফিরবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*