রোজদিন ডেস্ক,কলকাতা:- সেনার গাড়ি হঠাৎ পিছলে খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ সেনা জওয়ানের। আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ সরকারি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায়। ওই খাদের গভীরতা ৩০০ থেকে ৩৫০ ফুট বলে হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে ঘারোয়া এলাকায়। সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল। এখনও পর্যন্ত ৫ সেনার দেহ উদ্ধার হয়েছে ৷
এক পুলিশ আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বালোনিতে এলওসি’র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায়। তিনি বলেন, “গাড়িচালক-সহ ১০ জন গুরুতর আহত হয়েছিলেন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আহত ১০ জনের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে।”
Be the first to comment