রোজদিন ডেস্ক, কলকাতা :- ঐতিহাসিক স্থাপত্য ও পৃথিবীর দর্শনীয় স্থান গুলির মধ্যে অন্যতম প্যারিসের আইফেল টাওয়ার। তবে বছরের এই দিনে ক্রিসমাস ইভে আইফেল টাওয়ারে জাঁকজমকতা ও দর্শকদের ভির হয়। কিন্তু এর মধ্যেই ঘটে গেলো এক ঘটনা। ক্রিসমাস এর আগেই লাগলো আগুন আইফেল টাওয়ারে। যাকে ঘিরে ছড়াল আতঙ্ক। ঐতিহাসিক এই স্থাপত্য থেকে সরানো হল ১ হাজার ২০০ জন ট্যুরিস্টকে।
ফরাসি প্রশাসন এদিন জানিয়েছে, টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার মধ্যবর্তী স্থানে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মীরা।প্যারিস শহরের মূল আকর্ষণই হলো এই আইফেল টাওয়ার। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন বিখ্যাত স্থাপত্য দর্শনে।
স্বাভাবিক ভাবেই উৎসবের মরশুমে সেখানে এদিন ছিল মানুষের ঢল। আচমকাই উৎসবের মেজাজ বদলে যায় দুর্ঘটনার আতঙ্কে। তবে কোনো বড় রকমের ক্ষয়ক্ষতির খবর এখনো নেই।
Be the first to comment