রোজদিন ডেস্ক, কলকাতা :- অশান্ত মণিপুর, তারই মধ্যে রাজ্যপাল পরিবর্তন।মণিপুরের নতুন রাজ্যপাল হলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা। গত বছর মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনায় বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটি।
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পরিস্থিতি সামলাতে পারছেন না বলেই অভিযোগ তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নয়া রাজ্যপাল করা হল। এই রাজ্যে রাজ্যপাল ছিলেন অনুসূইয়া উইকে। মণিপুর ছাড়াও মিজোরাম, বিহার, কেরল, ওড়িশায় রাজ্যপালে বদল হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান বিজয় কুমার সিং মিজোরামের নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে দক্ষিণের রাজ্যটি থেকে সরিয়ে বিহারে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন থেকে জেডি(ইউ) ও বিজেপি জোট শাসিত বিহারের রাজ্যপাল। ইউডিএফ শাসিত রাজ্যটিতে আরিফ মহম্মদ খানের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ লেগেই থাকত। একাধিক বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর মতবিরোধ বারবার সংবাদের শিরোনামে এসেছে। এই অবস্থায় কেরল থেকে সরলেন আরিফকে।
মঙ্গলবার একটি নির্দেশিকায় রাজ্যপাল নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বিহারের রাজ্যপাল বিশ্বনাথ আরলেকারকে কেরলে মহম্মদ আরিফ খানের জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর জায়গায় নিযুক্ত হয়েছেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কাম্ভামপটি।
Ajay Kumar Bhalla appointed as Governor of Manipur.
Dr Hari Babu Kambhampati, Governor of Mizoram appointed as Governor of Odisha. General (Dr) Vijay Kumar Singh, appointed as Governor of Mizoram. Rajendra Vishwanath Arlekar, Governor of Bihar appointed as Governor of Kerala.… pic.twitter.com/RgPVS5u68n
— ANI (@ANI) December 24, 2024
Be the first to comment