রোজদিন ডেস্ক,কলকাতা :- বড়দিনের সকালেই ঘটে গেলো ভয়ঙ্কর দুর্ঘটনা। যাত্রী বোঝাই ভেঙে পড়ল বিমান। বুধবার পশ্চিম কাজাকিস্তানে দুর্ঘটনাটি ঘটে । জানা যায়, ওই বিমানে ৬৭ জন যাত্রী সহ ৫ জন ক্রু ছিলেন । প্রত্যেকেরই মর্মান্তিক পরিণতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । কাজাকিস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয়। মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। অপর একটি সূত্রে খবর, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি।সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নামতে শুরু করে এবং নিমেষের মধ্যে তা আকটাউ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে।জানা গিয়েছে, বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করছিল। কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি। আজারবাইজান এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার সময়ই দুর্ঘটনা ঘটে।
BNO News has shared another, extremely horrific video of the Azerbaijan Airlines Flight 8243 crash in Kazakhstan’s Aktau.#Kazakhstan #Aktau #PlaneCrash #Azerbaijan https://t.co/6fvK0FkuFy pic.twitter.com/cep56WaGYU
— Vani Mehrotra (@vani_mehrotra) December 25, 2024
Be the first to comment