সংসদ ভবনের কাছেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:-  সংসদের ভবনের কাছেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক যুবক! বুধবার এই ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়ায় রাজধানী দিল্লিতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবককে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনে পুড়ে তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
মামলায় মামলায় জেরবার হয়ে নয়া সংসদ ভবনের সামনে নিজেকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। দিল্লির দমকল বাহিনী সূত্রে খবর, বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি নতুন সংসদ ভবনের উল্টো দিকে রেলওয়ে ভবনের কাছে।
দমকল সূত্রে আরও জানা গিয়েছে, বেলা ৩টে ৩৫ মিনিট নাগাদ সংসদ ভবনে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছয়। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় দমকল বাহিনী। সংসদ ভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে ছুটে যায়। রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক মিলে তাঁর গায়ের আগুন নেভান। তড়িঘড়ি তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহলা বলেন, “জিতেন্দ্র নামের এক ব্যক্তি রেল ভবনের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে দেওয়া হয়। তাঁর বয়স ৩০ থেকে ৩৫ বছর।”
জিতেন্দ্রর পরিচয় প্রসঙ্গে পুলিশের উচ্চাধিকারিক বলেন, “আমরা তদন্তে জানতে পেরেছি তিনি উত্তর প্রদেশের বাঘপতের বাসিন্দা। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে বাঘপতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
দিল্লির স্পেশাল সিপি মধুপ তিওয়ারি বলেন, “সাড়ে তিনটে নাগাদ ঘটাটি ঘটেছে। রেলওয়ে ভবনের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। তিনি পার্কের দিকে ছুটতে থাকেন। পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক তাঁর গায়ের আগুন নিভিয়ে দেন। তাঁকে আরএমএল হাসপাতালে পাঠানো হয়। তাঁর নাম জিতেন্দ্র কুমার। তিনি বাঘপতে থাকেন। সেখানে তাঁর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে। তিনি জানিয়েছেন, বাঘপতের পুলিশ ঠিক করে মামলাগুলির তদন্ত করছেন না। তিনি বিচার পাচ্ছেন না। তার জেরেই এমন সিদ্ধান্ত।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*