কেপটাউনে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ ৩-০তে এগিয়ে কোহলিরা

CANBERRA, AUSTRALIA - JANUARY 20: Virat Kohli of India bats during the Victoria Bitter One Day International match between Australia and India at Manuka Oval on January 20, 2016 in Canberra, Australia. (Photo by Mark Nolan/Getty Images)
Spread the love

বুধবার কেপটাউনে তৃতীয় ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ৩-০ তে এগিয়ে গেলো ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা দলে চোট আঘাতে জর্জরিত। প্রথম ম্যাচ থেকেই চোটের জন্য খেলেননি ডিভিলিয়ার্স, তারপর অধিনায়ক ডুপ্লেসির চোটের পর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুইন্টন ডি ককও। তবে ভারতের দুই স্পিনার যজুবেন্দ্র চাহল ও কুলদীর যাদবের স্পিন বোলিংয়ের সামনে গত দুটি ম্যাচেই কার্যত অসহায় দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপকে। আজও তার ব্যতিক্রম হয়নি। এই দুই স্পিনারের কাছে পুনরায় আত্মসমর্পণ করলো প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ১৭৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জেপি দুমিনি(৫১)। অধিনায়ক মার্করাম(৩২), মিলার(২৫) রান করেন। ভারতের হয়ে যুযুবেন্দ্র চাহাল এবং কুলদিপ সিং দুজনের ৪টি করে উইকেট দখল করেন। বাকি ২টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
শুরুতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই এই ম্যাচেও ভাল জায়গায় ছিলো ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ভারতীয় দল শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারের শেষ বলে ফিরে গিয়েছেন রোহিত শর্মা (০)। এরপর ওপেনার ধবনের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান ওপেনার শিখর ধবন (৭৬) ও অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের জুটিতে ১৪০ রান উঠেছে। ধবন আউট হতেই এরপরের ব্যাটসম্যানদের সাথে বিরাটের ছোট ছোট জুটি তৈরী হয়। সেভাবে কেউই বড় রানের ইনিংস খেলেনি। রাহানে(১১) এদিন ব্যর্থ। এদিন পান্ডিয়াকে আগে পাঠানো হয়। কিন্তু সেও ব্যর্থ (১৪)। ধোনি (১০), কেদার যাদব (১) সেভাবে জ্বলে ওঠেনি। ভুবনেশ্বর কুমার ১৬ রানে নট আউট থাকেন। আর একপ্রান্ত ধরে থাকেন বিরাট। শেষ পর্যন্ত তিনি শতরান করেন এবং ১৬০ রানে অপরাজিত থাকেন। এছাড়াও ভারতকে ৩০৩ রানের বড় লক্ষ্যে পৌঁছে দেন। এদিন বিরাট এই সিরিজে ২টো এবং ওয়ানডে ক্রিকেটে ৩৪তম শতরান পূর্ণ করলেন। আর ডারবানে হওয়া প্রথম ম্যাচের মতই কেপটাউনেও শতরান করে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*