রোজদিন ডেস্ক,কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানের কনসার্ট হতে চলেছে কলকাতায়। আগামী বছর ১২ জানুয়ারি কসবার রাজডাঙা খেলার মাঠে অনুষ্ঠিত হবে কনসার্টটি। মোট ৩২ টি গান থাকছে কানসার্টে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ পুরো অনুষ্ঠানটি দায়িত্ব নিয়ে পরিচালনা করবেন বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গান লিখেছেন, দিয়েছেন সুরও। সেই সমস্ত গানের মধ্যে থেকে বেছে নেওয়া ৩২ টি গান কসবার কনসার্টে গাইবেন রাজ্যের স্বনামধন্য শিল্পীরা। শিল্পীদের তালিকায় রয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য সহ আরও অনেকে। অন্যদিকে, পুরো অনুষ্ঠানটি যিনি ভেবেছেন তিনি হলেন, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কনসার্ট প্রসঙ্গে সুশান্ত বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনেক গান গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেগুলি নিয়েই কনসার্ট করার পরিকল্পনা করেছি।’
প্রসঙ্গত, গত বছর দুর্গাপুজো থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর দেওয়া গান প্রকাশিত হচ্ছে। শুধু পুজোই নয় বিভিন্ন উৎসবে তিনি গান লেখেন। এর আগে সুরুচি সঙ্ঘের থিম সং লিখে এবং তার সুর করে দিয়েছিলেন মমতা। সেই গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। যে গান পুজোর সময়ে অনেক তৃণমূল নেতা নিজেদের মোবাইল ফোনের ‘কলারটিউন’ হিসেবেও রাখেন। সম্প্রতি বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সব অনুষ্ঠানেই আমি গান লিখি। তাই ভাবলাম বড়দিন কেন বাকি থাকবে! দু’দিন আগে হাঁটতে হাঁটতে গানটা আমি লিখেছি। তবে গান লিখে এবং সুর করলেই তো আর হবে না। তাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।’ তার জন্য গানটি গাওয়ার দায়িত্ব তিনি তুলে দেন ইন্দ্রনীলের এবং শ্রীরাধার ওপর। আপাতত সকলের নজর ১২ জানুয়ারীর ওই কানসার্টের দিকে।
Be the first to comment