রোজদিন ডেস্ক,কলকাতা:- বছরের শেষ মুহূর্তে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেলায় জেলায় শপিং মল তৈরি করা হবে। সেই উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগপতিদের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। তবে সেই শপিং মলগুলি দুটি তল পৃথকভাবে রাখতে হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও আর্টিজানদের জন্য। এরফলে জেলায় জেলায় স্থানীয় স্তরে অর্থনীতি অনেক মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেলায় তাকে একবার এক যুবক আশান্বিত হয়ে একটি চিরকুট দিয়েছিলেন। তাতে লেখা ছিল আমাদের জেলায় কী শপিং মল হবে না? এই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা শহর বা তার আশেপাশের আধুনিক শপিং মলের মতোই জেলার শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া, থাকবে রেস্তরাঁ। এছাড়াও থাকবে আধুনিক সিনেমা হল। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এরফলে জেলাস্তরে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন আরও বেশ কিছুটা বাড়বে।
এইজন্য জমি চিহ্নিত করে দেবে রাজ্য সরকার। তারই প্রথম পদক্ষেপ হিসাবে দক্ষিণ ২৪ পরগনার আওতায় থাকা আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকের খালি জমিতে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আলিপুর সংগ্রহশালার উল্টোদিকের জমিতে চামড়াজাত দ্রব্যের একটি সরাসরি বিক্রয় কেন্দ্রের কথাও ঘোষণা করেন। আর সেখানেই তৈরি হবে বাংলার শাড়ির বিক্রয় কেন্দ্র। বিভিন্ন জেলা থেকে তাঁতশিল্পীরা এখানে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারবেন।
অন্যদিকে, সম্প্রতি শহরে দুটি বড় অগ্নি সংযোগের পাশাপাশি বেশ কিছু জায়গায় ছোটো ছোটো আগুন লাগার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে বস্তিবাসীদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, তাঁরা আগুন পোহানোর ক্ষেত্রে সচেতন হন।” এ ব্যাপারে রেলকেও সতর্ক করেছেন মমতা। এ প্রসঙ্গে মাঝেরহাট ব্রিজের প্রসঙ্গ টেনে রেলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “দূর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বস্তি ছিল। রেলকেও বলব আপনারা এই বিষয়টি একটু দেখবেন। আগুনের তাপে দূর্গাপুর ব্রিজ ক্ষতি হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিল।”
Be the first to comment