এবার শুরু হচ্ছে আটকে থাকা বরাহনগর – ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ

Spread the love

রোজদিন ডেস্ক ,কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কলকাতার মেট্রো নেটওয়ার্ককে ছড়িয়ে দিতে দমদম-ব্যারাকপুর ভায়া বরাহনগর, দক্ষিণেশ্বর রুটের সূচনা করেছিলেন। কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত ব্যারাকপুর প্রকল্পের কাজ শুরু হয়নি।

এবার ব্যারাকপুর, সোদপুর, খরদহবাসীদের জন্য সুখবর মিলতে চলেছে। কারণ বরাহনগর-ব্যারাকপুর রেল প্রকল্পের কাজ ফের শুরু হতে চলেছে। এমনটাই জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে। এমনকী, ব্রিটিশ আমলে তৈরি করা টালা-পলতা পাইপ লাইনও সরিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে। পাইপ লাইন সরিয়ে ফেললেই পুনরায় কাজ শুরু করা যাবে বলে মনে করছেন মেট্রোর অধিকারিকরা।
২০১০ সালে বহারনগর-ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য কেন্দ্র ২০৬৯ কোটি টাকা বরাদ্দ করে। কিন্তু জটিলতা থাকায় কোনও ভাবেই সেই প্রকল্পের কাজ শুরু করা যায়নি। যার ফলে কেন্দ্র সেই প্রকল্প থেকে বরাদ্দ টাকা তুলে নেয়। যার ফলে এতদিন বরাহনগর-ব্যারাকপুর ১২.৫০ কিমি মেট্রো প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সম্প্রতি ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই প্রকল্পের অগ্রতি চেয়ে রেল মন্ত্রককে চিঠি দেয়। যাতে দ্রুত কাজ শুরু করা যায়। শুধু তাই নয়, যাতে ব্যারাকপুর থেকে সেই পথ কল্যাণী এইমস নিয়ে যাওয়া যায়, সেই নিয়েও চিঠি দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*