রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যে ফের বইতে শুরু করল উত্তুরে হাওয়া। আজ থেকে ফের রাজ্যে পারদ নামতে শুরু করলো। তুষারপাতের সম্ভবনা দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও। হালকা বৃষ্টির সম্ভবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে পারদ নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা ৪৮ ঘণ্টায় ২-৪ ডিগ্রি পর্যন্ত নামবে।
বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের দিকে হালকা শিলা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায়।
আগামী তিনদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ও আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, কলকাতা আজ বুধবার ও আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আগামী ৪৮ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে।
তবে এর পর কলকাতা তাপমাত্রা নামবে। কলকাতায় আজ সকাল থেকেই হালকা কুয়াশা সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নামবে। তবে ৫ দিন পরে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা আরও এক দফায় বাড়তে পারে বলে অনুমান।আজ বুধবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২. ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ।
Be the first to comment