প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরির জায়গা দিল কেন্দ্র, কৃতজ্ঞতা জানালেন শর্মিষ্ঠা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :-  দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মৃতিসৌধ তৈরির কথা ঘোষণা করল মোদি সরকার। এই খবরটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান প্রাক্তন কংগ্রেস নেতা কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা।

তিনি লেখেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁর সরকার বাবার চারটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই স্মৃতিসৌধ নির্মাণের জন্য কিছুই বলিনি। প্রধানমন্ত্রী মোদির এই অপ্রত্যাশিত কিন্তু প্রকৃত শ্রদ্ধা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।”
এরপর তিনি বাবা প্রণব মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে লেখেন, “বাবা প্রায়শই বলতেন, সম্মানের পাওয়ার জন্য সরকারের কাছে তদ্বির করা উচিত নয়। এটা প্রাপ্য, সরকারের দেওয়ার কথা। আমি প্রধানমন্ত্রী মোদির কাছে কৃতজ্ঞ, তিনি বাবার স্মৃতিতে সম্মান জানিয়ে এটা করেছেন। বাবা সমালোচনা, প্রশংসা-সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন, তাতে এটা বাবাকে কোনওভাবেই প্রভাবিত করবে না। কিন্তু তাঁর মেয়ের কাছে এই আনন্দ প্রকাশের জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।”
কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে একটি চিঠিতে জানানো হয়, “রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্স-এর (রাজঘাট সংলগ্ন) মধ্যে একটি জায়গা বাছাই করা হয়েছে। সেখানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সমাধি নির্মাণ করা হবে ৷”
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে তাঁর বাবাকে অবহেলার অভিযোগ তুলেছেন। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুতে তাঁকে শ্রদ্ধা জানায় কংগ্রেস। এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য সমাধি তৈরি নিয়ে বিজেপির সঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয় কংগ্রেসের। এদিকে এই প্রসঙ্গে শর্মিষ্ঠা তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়ের কথা উত্থাপন করেন। শর্মিষ্ঠা অভিযোগ করেন, কংগ্রেস তাঁর বাবাকে প্রাপ্য সম্মান দেয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*