রোজদিন ডেস্ক, কলকাতা:- সন্তোষ ট্রফি জয়ীদের বুধবার পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধনধান্য অডিটোরিয়ামে মহা সমারোহে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সন্তোষ ট্রফি জয়ী বঙ্গ ফুটবলারদের সরকারি চাকরি দেওয়া হবে। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে যায়। শনিবার আইএফএ দপ্তরে সরকারি কাগজপত্রে সই করেন ফুটবলাররা।
সঞ্জয় সেনের কোচিংয়ে দীর্ঘদিন পর সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। এরপরই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে নবান্নে দেখাও করেন তিনি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছিলেন সবার সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য। এদিন দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন সন্তোষজয়ী ফুটবলাররা। এছাড়াও উপস্থিত ছিলেন দেব, রচনা, জুন মালিয়ারা। ফুটবলাররা পুলিশে চাকরি পাচ্ছেন।
সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে হারিয়েছিল সঞ্জয় সেনের দল। ফাইনালে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। এনিয়ে ৩৩ বার ভারতসেরা হল বাংলা।
Be the first to comment