রোজদিন ডেস্ক, কলকাতা :- টানা ৩২ ঘণ্টা অভিযান চালানোর পর অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হল রাজস্থানের বাসিন্দা তরুণীর মৃতদেহ। সোমবার গুজরাটের ভুজ এলাকায় ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিলেন ইন্দিরা নামের এই তরুণী। মঙ্গলবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গুজরাতের কচ্ছ জেলার ভুজ তালুকের অন্তর্গত কান্দেরাই গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পরিযায়ী শ্রমিক হিসেবে রাজস্থান থেকে আগত ওই তরুণী মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ পা পিছলে গভীর কুয়োতে পড়ে যান। কিছুক্ষণ পরেই তাঁর পরিবার বিষয়টি জানতে পারে। খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করা হয়।
সোমবার সকালে বোরওয়েলের মধ্যে পড়ে যান তিনি। প্রথমে ৩০ ফুট নিচে আটকে থাকলেও, পরে পিছলে গিয়ে প্রায় ৫০০ ফুট নিচে চলে যান। সঙ্গে সঙ্গে পুলিশের খবর দেওয়া হয় পরিবারের তরফে। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (NDRF) এবং বিএসএফ। গর্তে ক্যামেরা পাঠিয়ে গতিবিধি জানার চেষ্টা চলে। পাইপের মাধ্যমে অক্সিজেন ও খাওয়ার জল পাঠানো হয়।
শুরুতে গর্তের ভিতর থেকে সাড়া পাওয়া গেলেও রাতের দিক থেকে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছিল হয়ত মৃত্যু হয়েছে তাঁর। এরপর মঙ্গলবার দুপুরের দিকে গর্তের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০২৪-এর ২৩শে ডিসেম্বর দুপুর দু’টো নাগাদ খেলতে খেলতে ৭০০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় চেতনা। রাজস্থানের কোটপুতলির কিরাতপুরার বড়িয়ালি ধানি এলাকায় ঘটে এই ঘটনা। ওই দিন বিকেল থেকেই তাঁকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়। পয়লা জানুয়ারির বিকেলে চেতনাকে কুয়ো থেকে বের করে আনা হয়। প্রথমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় শিশুকন্যাকে। তাই তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে চেতনা।
Be the first to comment