‘কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেয়, গঙ্গাসাগরে এক পয়সা দেয় না’, আবারও কেন্দ্রেকে নিশানা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- গঙ্গাসাগর মেলার আয়োজনে কোনও অর্থ বরাদ্দ না করায় ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আউট্রাম ঘাটে ফ্ল্যাগ নেড়ে অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মমতা ‘জানান, কুম্ভমেলায় কেন্দ্রীয় সরকার হাজার-হাজার কোটি টাকা দেয়। অথচ গঙ্গাসাগর মেলায় এক পয়সা দেয় না।’ মমতার দাবি, ‘আগে বলা হত, সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। এখন গঙ্গাসাগরে এতটাই উন্নয়ন হয়েছে যে লোকে বলে- সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার।’

এদিন গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে পূর্বতন বাম আমলেল প্রসঙ্গও টেনেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ‘২০১১ সালের আগে এখানে কিচ্ছু ছিল না। আমরা ক্ষমতায় আসার পর উন্নতি হয়েছে। এখন গঙ্গাসাগরে থাকার অনেক জায়গা হয়েছে।’ এই মেলাকে কেন্দ্র জাতীয় মেলার স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর যে কুম্ভ মেলার থেকেও দুর্গম সেকথাও বলেন তিনি। তাঁর কথায়, ‘কুম্ভ মেলায় ট্রেন বাসে করে যাওয়া যায়। কিন্তু গঙ্গাসাগরে কাকদ্বীপের পর থেকে ভেসেল বা লঞ্চে করে যেতে হবে। কচুবেরিয়া থেকে ফের বাস পথে আরও ৪৫ মিনিট যেতে হবে। তবেই কপিল মুনির আশ্রমে পৌঁছানো যাবে।’
মমতা জানান, রাজ্য সরকার নিজের খরচে গঙ্গার উপর দেড় হাজার কোটি টাকা ব্যয় করে সেতু নির্মাণ করছে। টেন্ডার হয়ে গিয়েছে। ২-৩ বছরের মধ্যে সেতুর কাজ শুরু হয়ে যাবে। যেই সেতু হলে আগামী দিনে মানুষকে আর জল পেরিয়ে গঙ্গাসাগরে যেতে হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*