রোজদিন ডেস্ক, কলকাতা :- কাশী বিশ্বনাথ মন্দিরে শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়ে গর্ভগৃহে পড়ে গেলেন এক মহিলা ভক্ত। গর্ভগৃহে রাখা শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়েই হয় এই বিপত্তি। শেষ পর্যন্ত মন্দিরের পূজারি এবং রক্ষীরা গর্ভগৃহ থেকে উদ্ধার করেছেন ওই মহিলা ভক্তকে।
बाबा के गर्भगृह में महिला गिरी है..वाराणसी में आज करीब 11:00 बजे बाबा विश्वनाथ स्पर्श दर्शन करने के दौरान एक महिला गर्भ गृह में गिर गई. #Varanasi pic.twitter.com/CFToZPvYoh
— Khushbu_journo (@Khushi75758998) January 9, 2025
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কাশী বিশ্বনাথ মন্দিরে।এ নিয়ে গত তিন মাসে দুই ভক্ত গর্ভগৃহে পড়ে গেলেন। বার বার একই ঘটনা ঘটায় খানিকটা হলেও চিন্তিত মন্দির পরিচালন সমিতি।
এদিন সকাল এগারোটা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। দর্শন এর সময়ে আচমকাই মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গকে স্পর্শ করার চেষ্টা করেন তিনি। আর তা করতে গিয়ে আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে গর্ভগৃহের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায়। ছুটে আসেন মন্দিরের পূজারি ও নিরাপত্তা রক্ষীরা। গর্ভগৃহ থেকে তোলা হয় মহিলা ভক্তকে। কিন্তু এই ঘটনায় ফের একবার মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল বুধবারই (৮ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টোকেন বিলি নিয়ে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক মহিলা-সহ ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন।
Be the first to comment