সীমান্তে বিএসএফের উপর হামলা চালানো বাংলাদেশি চোরাকারবারিরা, চলল পাল্টা গুলি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কোনওভাবেই ভারত-বাংলাদেশ সীমান্তে থামছে না অশান্তি। মালদার শুকদেবপুর, কোচবিহারের মেখলিগঞ্জ, বালুরঘাটের শিবরামপুরে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ – বিজিবির মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার উত্তপ্ত হল সীমান্ত এলাকা। শনিবার পাচারাকারীদের হাতে আক্রান্ত হলেন বিএসএফ কর্মীরা। ঘটনায় তুমুল উত্তেজনা মালদার নওয়াদা আউটপোস্টে।

বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে, মালদার নওয়াদা আউটপোস্টে বিএসএফ জওয়ানরা টহলদারি দেওয়ার সময় তাঁদের নজরে আসে ১৫-২০ জন সশস্ত্র বাংলাদেশি চোরাকারবারি ভারতে ঢোকার চেষ্টা করছেন। কর্তব্যরত জওয়ানরা তাদের সতর্ক করলেও চোরাকারবারিরা বিএসএফের সতর্কবাণীকে পাত্তা না দিয়ে দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সেই সময় বিএসএফ বাধা দিলে তাদের দিকে হাইবিম টর্চের আলো ফেলে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এরপর ২ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করেন বিএসএফ জওয়ানরা। তাতেও পিছু না হঠে বিএসএফ জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। এরপরে প্রাণ বাঁচাতে ২টি গুলি ছোড়ে বিএসএফ। ততক্ষণে ওই এলাকায় আরও জওয়ানেরা জড়ো হয়ে গিয়েছিলেন। এরপরেই পিছু হঠে দুষ্কৃতীরা। বেশ কয়েকজন বাংলাদেশের দিকে পালিয়ে যায়। আর ভারতের দিকে যারা ছিল, তারা গা ঢাকা দেয় অন্ধকারের সুযোগ নিয়ে।
ঘটনা প্রসঙ্গে বিএসএফ-এর দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র বলেন, ‘এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। জওয়ানরা সবটা সাহসিকতার সঙ্গে মিটিয়ে নিয়েছেন। বিএসএফ সদস্যরা যেকোনও পরিস্থিতিতে সীমান্তরক্ষা এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিচল রয়েছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*