রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার থেকেই ফের তাপমাত্রার বড় বদল হবে! আরও একবার বাড়তে পারে তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বাঁধা পেতে পারে উত্তরে হাওয়া। এর ফলে আরও একবার কমতে পারে শীতের দাপট। কিন্তু তার আগে একেবারে শীতের দাপুটে ব্যাটিং! এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১২.৩ ডিগ্রি’তে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত ১৫ ডিসেম্বর পারদ নেমেছিল ১২.৫ ডিগ্রিতে। বছর ঘুরতেই আরও একবার পারদ নামল ১৩ এর নীচে। হাওয়া অফিস বলছে, আজ শনিবারই মরশুমের শীতলতম দিন। শুধু কলকাতা নয়, এক ধাক্কায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার কালিম্পং’য়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি। ফলে একেবারে জাঁকিয়ে ঠান্ডা এই জেলায়। এই সময় মানুষ সাবধান থাকার কথা বলা হয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শনিবার কালিম্পং’য়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি। ফলে একেবারে জাঁকিয়ে ঠান্ডা এই জেলায়। এই সময় মানুষ সাবধান থাকার কথা বলা হয়েছে।
তবে আগামী ২৪ ঘন্টা পর থেকেই আবহাওয়ার বড় বদল হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল অর্থাৎ রবিবার থেকেই ঠান্ডা কমবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে রাতের তাপমাত্রাতেও বড় বদলের ইঙ্গিত! আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুধু তাই নয়, সামনেই মকর সংক্রান্তি। এই সময় একটু ঠাান্ডা আবহাওয়া থাকে। বয়ে উত্তরে হাওয়া।
Be the first to comment