মেয়াদউত্তীর্ণ স্যালাইনে প্রসূতির মৃত্যুর পরই তড়িঘড়ি ১০টি ওষুধ নিষিদ্ধ করল স্বাস্থ্যভবন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে প্রসূতির মৃত্যুর পরই তড়িঘড়ি নিষিদ্ধ করল ১০টি ওষুধ। সমস্ত সরকারি হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছে নির্দেশিকা। আর নির্দেশিকা পৌঁছতেই রোগীর বেডের পাশে টাঙানো স্যালাইনের বোতল খুলে নিতে দেখা গেল হাসপাতালের কর্মীদের।

শনিবার দুপুরে স্বাস্থ্যভবন থেকে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালসের ১০টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। এই সমস্ত পণ্য হাসপাতালে কোথাও ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। সেই তালিকায় রিঙ্গার ল্যাকটেট ছাড়াও রয়েছে, প্যারাসিটামল ও শিশুদের শরীরে সোডিয়াম – পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে ব্যবহৃত তরলও। নতুন সরবরাহ পেতে নতুন করে বরাত দিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। আর এর পর থেকেই হাসপাতালে যেখানে যত স্যালাইনের বোতল রয়েছে তা বার করে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে অজ্ঞাত জায়গায়।

একনজরে নিষিদ্ধ ওষুধের তালিকা:-

রিঙ্গার ল্যাকটেট ৫০০ মিলি
রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন ৫০০ মিলি
ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০ % এমওএসএম/লিটার ৫০০ মিলি
মানিনটোল ইনফিউশন আইপি ২০% ১০০ মিলি
প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি
অফ্লাক্সোসিন-২০০মিলিগ্রাম/১০০ মিলি
লেভোফ্লোক্সাসিন-১০০ মিলি
১/২ ডিএনএস-৫০০ মিলি
সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন- ৩ লিটার
পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন-৫০০ মিলি

রাজ্যের সব সরকারি হাসপাতালে এই ওষুধগুলি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*