রোজদিন ডেস্ক, কলকাতা:- “জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছান পর্যন্ত থেমো না…” যুগের পর যুগ ধরে স্বামী বিবেকানন্দের এই উক্তি যুব সমাজের হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে। আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে দেশ এবং রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘জাতীয় যুব দিবস’। বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠে। ইতিমধ্যেই, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
Paying homage to Swami Vivekananda on his Jayanti. An eternal inspiration for youth, he continues to ignite passion and purpose in young minds. We are committed to fulfilling his vision of a strong and developed India. pic.twitter.com/ldTPWCW1aM
— Narendra Modi (@narendramodi) January 12, 2025
এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ভিডিয়োতে দেশের যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের অবদান প্রসঙ্গে একাধিক বক্তব্য তুলে ধরেছেন তিনি। ব্যাখ্যা দিয়েছেন স্বামী বিবেকানন্দের প্রধান দুই উদ্দেশ্যের, প্রতিষ্ঠান ও উদ্ভাবনের।
উল্লেখ্য, রবিবার জাতীয় যুব দিবস উপলক্ষে দিল্লিতে আয়োজিত ‘বিকশিত ভারত তরুণ নেতৃত্ব সংলাপ ২০২৫’-এ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে দেশের যুব সমাজের প্রতি বক্তব্যও রাখবেন তিনি ৷
অন্যদিকে, , রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ৪১তম ‘জাতীয় যুব দিবস’। এদিন সকাল ৮টা থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতে অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন বেলুড় মঠ প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ। এরপর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বৈদিক মন্ত্রোচ্চারণ ও অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মঠ, ব্রহ্মচারী প্রশিক্ষণকেন্দ্র ও বেলুড় মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজী মহারাজ।
এছাড়াও, মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ২১ জানুয়ারি বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথির অনুষ্ঠান।
Be the first to comment