রোজদিন ডেস্ক, কলকাতা:- এবারের মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে। ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা এসে উপস্থিত হয়েছেন। দূর-দূরান্ত থেকে লাখ লাখ পুণ্যার্থীরাও আসছেন কুম্ভস্নান করতে। কিন্তু মহাকুম্ভ শুরু হওয়ার আগে জঙ্গিদের কবজায় ট্রেন। বন্দি বানিয়েছে পুণ্যার্থীদের। খবর পেয়েই অভিযান এনএসজির। মহাকুম্ভের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে উত্তর প্রদেশ পুলিশ, কুম্ভমেলা পুলিশ, এনএসজি (NSG), উত্তর প্রদেশ এটিএস(UP ATS), এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) সহ অন্যান্যরা। স্থল, জল ও আকাশপথে চলছে নজরদারি।মহাকুম্ভ মেলা শুরুর আগেই দেখা গেল, সন্ত্রাসবাদীরা একটি ট্রেনে হামলা করেছে। তারা বন্দি বানিয়েছে যাত্রীদের। খবর পেয়েই ছুটে আসে এনএসজি। বন্দুক উঁচিয়ে তারা ট্রেনের ভিতরে ঢোকে। জঙ্গিদের কাবু করে নিরাপদভাবে উদ্ধার করে আনে যাত্রীদের।
তবে এগুলি কোনওটাই আসল ঘটনা নয়। পুরোটাই মহড়া। কুম্ভমেলায় কোনও বিপত্তি ঘটলে, কীভাবে উদ্ধারকাজ চালানো হবে, তার প্রস্তুতি খতিয়ে দেখতেই এই মহড়া।
ওই মহড়ার জন্যই তৈরি করা হয়েছিল একটি সন্ত্রাসবাদী হামলার দৃশ্য, যেখানে পণবন্দি ছিলেন পুণ্যার্থীরা।
#WATCH प्रयागराज: महाकुंभ 2025 की सुरक्षा व्यवस्था के मद्देनजर NDRF के जवानों ने एक मॉक ड्रिल आयोजित की। pic.twitter.com/j6mzcmzYiS
— ANI_HindiNews (@AHindinews) January 9, 2025
Be the first to comment