অফিস টাইমে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্লু লাইনে বাড়ানো হচ্ছে ১৪টি মেট্রো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিনের ব্যস্ত সময়ে ঠিক মতো মেট্রো পাওয়া যায় না। সংখ্যা কম হওয়ায় সময় বাঁচাতে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে মেট্রোতে যাতায়াত করতে হয় যাত্রীদের। অনেক সময় ভিড় এড়াতে ছেড়ে দিতে হয় একের পর এক মেট্রো। ফলে অফিস, স্কুল ও কলেজে পৌঁছতে দেরি হয়ে যায়। নিত্যযাত্রীদের এই অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল। সকাল ও সন্ধ্যায় অতিরিক্ত ৭ জোড়া অর্থাৎ ১৪টি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সোমবার অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত) চলবে অতিরিক্ত এই মেট্রো পরিষেবা।

সম্প্রতি ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে যুক্তি, এই ব্যবস্থায় যাত্রীদের সাহায্য হবে। কিন্তু, সংখ্যা কমে যাওয়ায় দিনের ব্যস্ত সময়ে ভিড় বাড়তে থাকে প্রতিটি মেট্রোতে। চূড়ান্ত সমস্যায় যাতায়াত করতে হয় যাত্রীদের। এই নিয়ে যেমন উষ্মা প্রকাশ করেন নিত্যযাত্রীরা, তেমনই সংবাদ মাধ্যমগুলিতেও শুরু হয় জোর চর্চা। পরিস্থিতি সামাল দিতে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে যাতায়াত করবে আরও বাড়তি ১৪টি (৭টি আপ ও ৭টি ডাউন) পরিষেবা। তবে এই ব্যবস্থাও পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার থেকে শনিবার পর্যন্ত বর্ধিত পরিষেবা চালানো হবে। সকালে ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং সন্ধ্যায় ৫টা থেকে ৮টা পর্যন্ত চলবে এই পরিষেবা। এই ব্যবস্থার ফলে দমদম থেকে কবি সুভাষের মধ্যে ৬ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*