রোজদিন ডেস্ক, কলকাতা :- মহাকুম্ভে যাওয়ার স্পেশাল ট্রেনে ছোঁড়া হল পাথর। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেনের এসি কামরার জানালার কাচ। ট্রেনটি সুরাট থেকে যাচ্ছিল প্রয়াগরাজে। পাথর ছোড়ার ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁওতে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি রোজদিন।
পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার পাশাপাশি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আজ শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণি সঙ্গমে স্নান করবেন সাধুসন্ত থেকে অগণিত সাধারণ মানুষ। দূরদূরান্ত থেকে মানুষ ইতিমধ্যেই ভীড় জমাতে শুরু করেছেন প্রয়াগরাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে যাওয়ার জন্য চালানো হচ্ছে বিশেষ ট্রেন। আর এই বিশেষ ট্রেনেই ঘটল বিপত্তি। সুরাট থেকে প্রয়াগরাজগামী তপতি গঙ্গা এক্সেপ্রেসে ঘটল পাথর ছোড়ার ঘটনা। এই হামলার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওতে। ট্রেনের বি৬ কোচের কাচে ছোড়া হয় পাথর। এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন শিশু, মহিলা সহ পুণ্যার্থীরা। আক্রান্ত ট্রেনের এক যাত্রী সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয় সেই ভিডিও।
এদিকে ভাইরাল ভিডিওতে এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘আজ আমরা সুরাটের উধনা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। জলগাঁও থেকে অন্তত ৩ কিমি দূরে আমাদের ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। রেলমন্ত্রীকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করছি।’
আজ, ১৩ জানুয়ারি সকালে প্রয়াগরাজে পৌঁছেছে ট্রেনটি। ভিডিওয় দেখা গিয়েছে, গোটা জানালার কাচে ফাটল ধরেছে। বি৬ কোচের যাত্রীরা যথেষ্টই আতঙ্কিত। তবে এই পাথর ছোড়ার ঘটনায় কোনও যাত্রী আহত হওয়ার কোনও খবর নেই। এই ঘটনার তদন্তে নেমেছে মধ্যরেল। পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে মধ্যরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা বলেন, ‘সুরাট উধনা থেকে আসা এই ট্রেনে একটি পাথর ছোড়া হয় জলগাঁওয়ের কাছে। এ ক্ষেত্রে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ট্রেনে আরপিএফের চারটি দল মোতায়েন করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগও দায়ের করা হয়েছে।’ এই ঘটনায় দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রেল পুলিশ।
जलगांव में सूरत से छपरा की ओर जाने वाली ताप्ती गंगा एक्सप्रेस पर पत्थरबाजी होने की घटना सामने आई है
ये ट्रैन प्रयागराम में भी रुकती है, इस ट्रेन में कुंभ जाने वाले यात्रियों की संख्या ज्यादा है. pic.twitter.com/L04fPnLhxM
— Divya Gaurav Tripathi 🇮🇳 (@write2divya) January 12, 2025
Be the first to comment