বিকট শব্দ করে থামলো ট্রেন, ফের লাইনচ্যুত লোকাল ট্রেন, প্রাণে বাঁচলেন ৫০০ জন যাত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ৫০০ জন যাত্রী নিয়ে তামিলনাড়ুতে লাইনচ্যুত হয়ে পড়ল লোকাল ট্রেন। মঙ্গলবার ভিলুপুরম রেলস্টেশনের কাছে পুদুচেরিগামী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

মঙ্গলবার সকালে ট্রেনটি পুদুচেরির দিকে যাচ্ছিল। ভিলুপুরম রেলস্টেশন ছেড়ে ট্রেন এগোতেই বিকট শব্দ শোনা যায়। প্রবল ঝাঁকুনি দিয়ে দুলে ওঠে ট্রেনটি। চালকের তৎপরতায় দ্রুত ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান রেলকর্মীরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি তাঁদের ট্রেন থেকে নামানো হয়। সমস্ত যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে রেল সূত্রে জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এদিন ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে পড়ে। যদিও পরে রেলের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাম্প্রতিক অতীতে বারবার রেল দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। গত বছর দুর্ঘটনার কবলে পড়ে মাইসুরু-দ্বারভাঙ্গা বাগমতী এক্সপ্রেস। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার কাভারাইপ্পেত্তাই রেল স্টেশনের কাছে একটি মালগাড়ির পেছনে ধাক্কা মারে বাগমতী এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বারবার এমন ঘটনায় ট্রেনে যাতায়াতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*