‘দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, দল বড় হলে গোষ্ঠীকোন্দল হয়’ বললেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলাপরায়ণ হয়ে দল করতে হবে। এটা মানুষের দল। সেবাশ্রয় শিবির পরিদর্শনে গিয়ে এমন ভাবেই ফের দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার সেবাশ্রয় শিবিরের পরিদর্শনের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকেও দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমায় একই শৃঙ্খলা মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলাপরায়ণ হয়ে দল করতে হবে। এটা মানুষের দল।’
এদিন অভিষেক আরও বলেন, ‘তৃণমূলের প্রত্যেক কর্মীকে আজ এই বার্তাই দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছেন। মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে…ওই কিছু লোক আছে, ধরাকে সরা জ্ঞান করে, আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, এটা যারা ভাবে, তাদের জন্য আগামিদিনে তৃণমূলের দরজা বন্ধ থাকবে।’
এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে ‘সেনাপতি’ বলেন, ‘বিনয়ী হতে হবে। বিনম্র হতে হবে। মানুষের কাছে হাতজোড় করে পৌঁছাতে হবে। সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে, এলাকা দখল করে, মৌরসিপাট্টার মতো দল চালাব, তাদের কপালে বিপদ আছে’।
এরইমধ্যে অভিষেক স্বীকার করে নিয়েছেন যে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দল আছে। তিনি জানিয়েছেন, যখন কোনও রাজনৈতিক দল বড় হয়ে যায়, তখন গোষ্ঠীকোন্দলের বিষয়টি একেবারেই অস্বাভাবিক নয়। বিজেপিতেও গোষ্ঠীকোন্দল আছে। একটা সময় সিপিআইএমও গোষ্ঠীকোন্দলে বিদ্ধ ছিল বলে দাবি করেন অভিষেক। সেইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, কোনও বাড়িতে যদি ছ’জন থাকেন, তাহলে চারজনের মধ্যে ঝগড়া হতে পারে। হতে পারে মনমালিন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*