‘আজকের এই ডায়মন্ড হারবার মডেল আগামী দিন দেশকে পথ দেখাবে’, লিখলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একের পর এক অব্যবস্থার অভিযোগ উঠছে তখন কার্যত ডায়মন্ডহারবারের স্বাস্থ্যক্ষেত্রে একেবারে বিপ্লব আনলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তৈরি সেবাশ্রয় প্রকল্প যেন বহু অসহায় মানুষের কাছে বিরাট আশ্রয়।

এদিন অভিষেক তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি আশাবাদী আজকের এই ডায়মন্ড হারবার মডেল আগামী দিন দেশকে পথ দেখাবে। সকলের জীবনে আলোর দিশারি হয়ে কাজ করবে। আমৃত্যু আমি এইভাবেই গণদেবতার সেবায় নিযুক্ত থাকব। এই আমার প্রতিজ্ঞা।’
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে এই স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির সূচনা হয়। আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে এই কর্মসূচি। বুধবার ফলতা বিধানসভা সহ বেশ কয়েকটি শিবিরে উপস্থিত ছিলেন অভিষেক। তারপরই তিনি লেখেন, ডায়মণ্ড হারবার বিধানসভাজুড়ে ‘সেবাশ্রয়’ শিবিরের অনবদ্য সাফল্য সর্বজনবিদিত। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে সাধারণ মানুষের মুখে যে প্রাঞ্জল হাসি আমি দেখলাম – এর জন্যই আমার রাজনীতিতে আসা, এর জন্যই ‘সেবাশ্রয়’ উদ্যোগ। এই হাসি বজায় রাখার জন্য যে সকল ডাক্তার, স্বেচ্ছাসেবক নিঃস্বার্থভাবে পরিশ্রম করে চলেছেন, আমি তাঁদেরকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, এদিন অভিষেক বলেন, আমি চেষ্টা করেছি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে চারটে করে ক্যাম্প করার। একটা গ্রাম পঞ্চায়েতে ২৫টা বুথ হলে প্রতি ৬-৭টা বুথ পিছু একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের আরও ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, হয়তো একটা গ্রাম পঞ্চায়েতে একটা হাসপাতাল আছে। আমি চেষ্টা করেছি একটা গ্রাম পঞ্চায়েতে চারটে করে ক্যাম্প করার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*