১৩ তোলা থেকে ঝাঁপ, শ্রমিকের প্রাণ বাঁচালো নিরাপত্তা বেষ্টনী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :– মুম্বাইয়ের ভিক্রোলির কান্নামওয়ার নগরে একটি নির্মাণাধীন ভবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এ ঘটনায় ৫৭ নম্বর বিল্ডিংয়ের শ্রমিক বিরজুপ্রসাদ রমেশ বানারওয়া আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি প্রথমে অষ্টম তলায় নিরাপত্তা জালে আটকা পড়েন। সেখান থেকে আবার লাফ দিলে ৩য় তলায় জালে পড়ে যায়। অবশেষে, নীচের মানুষের দ্বারা স্থাপন করা নিরাপত্তা বেষ্টনীতে পড়ে তার জীবন রক্ষা পায়। পুরো ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে এবং তা ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মানসিক চাপ ও আত্মহত্যার মতো সমস্যা সমাজের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে উঠছে। কোভিড-১৯-এর পর এই সমস্যা আরও বেড়েছে। এই ঘটনা শুধু ভাগ্যের খেলাই দেখায় না, নিরাপত্তা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ তাও দেখায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*