রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূলের অন্দরে বেশ কিছুদিন ধরেই প্রকট হচ্ছিল গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। এমন মুহূর্তে এবার দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর একটি অভ্যন্তরীণ বৈঠকে তৃণমূলের চেয়ারপার্সন স্পষ্ট জানান, ‘আগামী আরও ১০ বছর আমিই দল চালাবো, আপনারা কে কি ভাবছেন জানি না’।
সূত্রের খবর, কাঁথি সমবায়ে বোর্ড গঠন নিয়ে শাসক দলের দুই শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে চলে আসে। জানা যাচ্ছে, সেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে রাস্তায় নামে তৃণমূলের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী। কিন্তু তাঁর নির্দেশ পর্যন্ত শুনতে রাজি হয় না এই দুই শিবির। এরপরই তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে ধরা হয়। জানা যাচ্ছে, তখনই তিনি দলের নেতাদের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে স্পষ্টত জানিয়ে দেন, ‘বক্সীদা যে তালিকা দিয়েছেন, তা আমার তালিকা’। পাল্টা তালিকা প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন তিনি। এরপরই তিনি বলেন, ‘আগামী আরও ১০ বছর আমিই দল চালাবো, আপনারা কে কি ভাবছেন জানি না’।
প্রসঙ্গত, বুধবারই ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ শিবির পরিদর্শনে গিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, ‘দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথস্তরের কর্মীকেও দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমায় একই শৃঙ্খলা মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলাপরায়ণ হয়ে দল করতে হবে। এটা মানুষের দল।’
উল্লেখ্য, একই দিনে তৃণমূলের দুই হেভিওয়েট নেতৃত্বের বার্তা স্পষ্ট করে দেয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি নবীন-প্রবীণের টানা পোড়েন দল যে আর ভালো চোখে দেখছে না তা বলাই বাহুল্য।
Be the first to comment