রোজদিন ডেক্স: বৃহস্পতিবার সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় চমকে ওঠে দেশ। বান্দ্রায় নিজের বাড়িতেই গুরুতর জখম হন হাম তুম অভিনেতা। লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। ঘটনার তদন্তে তৎপর পুলিশ প্রশাসন। মুম্বই পুলিশ ইতিমধ্যেই ২০ জনের একটি টিম তৈরি করেছে।
তবে শুধু সইফের ওপর নয়, বাড়ির পরিচারিকার ওপরও হামলা করেছে অভিযুক্ত দুষ্কৃতী। মহিলা পরিচারক নিজের অভিযোগে জানিয়েছেন, তাঁর ওপর ব্লেড দিয়ে দুষ্কৃতি হামলা করে। যে কারণে দুটো হাতেই আঘাত লেগেছে। তিনি বলেন, “ওই ব্যক্তি আমার দিকে ছুটে আসে। তার বা হাতে কাঠের কোনও জিনিস ছিল ও ডান হাতে হেক্সা ব্লেড ছিল। হাতাহাতির সময় সে আমার ওপর ব্লেড দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমি সেখান থেকে বাঁচার জন্য যখন হাত চালাই তখন ধারালো ব্লেডের আঘাতে আমার কব্জি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। বা হাতের আঙুলেও আঘাত লাগে।”
#WATCH | Actor Saif Ali Khan injured during a scuffle with an intruder at home, police investigating the incident.
Morning visuals from outside ‘Satguru Sharan’ building which houses the actor’s apartment in Mumbai’s Bandra pic.twitter.com/uQQeYwzvr0
— ANI (@ANI) January 17, 2025
বাড়ির মহিলা পরিচারক আরও বলেন, “এরপর আমি ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসা করে, কি চায় সে? তখন সে জানায়, টাকা চায়। আমি প্রশ্ন করি কত টাকা? তখন সে জানায় এক কোটি টাকা।” গতকালই আততায়ীর সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ব্যক্তির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ বান্দ্রায় সইফ-করিনার ১১ তলার ফ্ল্যাটে দুষ্কৃতি প্রবেশ করে পিছনের সিঁড়ি দিয়ে। কিন্তু বাড়ির পরিচারিকার হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে নবাব পুত্রের। তারপরেই তিনি দৌড়ে আসেন। বহিরাগত এক ব্যক্তিকে দেখে তার সঙ্গে বচসা হয়। এরপরেই ওই দুষ্কৃতি ছুরি দিয়ে হামলা চালায় সইফের ওপরে।
পরিচারিকা অভিযোগে আরও বলেন, “ওই ব্যক্তি জেহ (সইফ-করিনার ছোট ছেলে)র ঘরের দিকে যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অনান্য লোকজন বেরিয়ে আসে।” প্রসঙ্গত, সইফকে দেখতে সকাল থেকেই হাসপাতালে যান ইব্রাহিম আলি খান, সারা আলি খান, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, কুণাল খেমু, সোহা আলি খান ও মা শর্মিলা ঠাকুর। এই ঘটার পর করিনা শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে ব্যক্তিগত পরিসরে সকলের থেকে সময় চেয়েছেন।
Be the first to comment