রোজদিন ডেক্স:সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ৩৩ ঘন্টার মাথায় মুম্বই পুলিশের জালে এক ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গতকালই মুম্বই পুলিশ জানিয়েছিল, অভিনেতার ওপর যে হামলা চালিয়েছে তাকে শেষবার বান্দ্রা স্টেশনের কাছে দেখা গিয়েছিল। এরপরেই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ।
সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি দেখে শুরু হয় খোঁজ। এরপর শুক্রবার সকালে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায়। এই ব্যক্তিই কি আসল দোষী নাকি অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিলেন, তা পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে।
#WATCH | Saif Ali Khan Attack Case | Mumbai Police bring one person to Bandra Police station for questioning.
Latest Visuals pic.twitter.com/fuJX9WY7W0
— ANI (@ANI) January 17, 2025
ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, দুষ্কৃতী হামলার পর সইফের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী সোজা চলে যায় রেলস্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে ওই ব্যক্তি যায় বাসাই বিহার। সূত্রের খবর পেয়ে, পুলিশ বাসাই, নালাসাপোরা ও বিহারে তল্লাশি অভিযান শুরু করে। এরপরেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর আগে পুলিশ জানিয়েছে, যে ব্লেড দিয়ে সইফের ওপর হামলা চালানো হয়েছিল ঘটনাস্থলে তার একটা টুকরো উদ্ধার হয়েছে। বাকি অস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, হাসপাতালে ভাই সইফকে দেখতে সাত সকালে পৌঁছে যান সোহা আলি খান। লীলাবতী হাসপাতালে এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন অভিনেতা। পরিবারের সঙ্গে কথা বলে ও অভিনেতার স্বাস্থ্য দেখে তাঁকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।
#WATCH | Saif Ali Khan Attack Case | Mumbai Police bring one person to Bandra Police station for questioning.
Latest Visuals pic.twitter.com/us4CYR7BR1
— ANI (@ANI) January 17, 2025
হাম তুম অভিনেতার ওপর হামলার পর গতকালই মুম্বই পুলিশ তদন্তের জন্য ২০ জনের একটি টিম তৈরি করে। পাশাপাশি বাড়ির পরিচারিকা হামলার দিন রাতে কী হয়েছিল সেই বয়ান রেকর্ডও করেছেন। আপাতত, সইফের হামলাকারীকে গ্রেফতার করে কঠিন সাজা দেওয়া মূল লক্ষ্য মুম্বই পুলিশের।
Be the first to comment