রোজদিন ডেক্স: তৃণমূলের দেখানো পথে আপ, কংগ্রেসের পর এবার বিজেপিও। দিল্লি বিধানসভায় বিজেপি ক্ষমতায় এলে বাংলার তৈরি ‘লক্ষী ভান্ডার’ প্রকল্পের অনুকরণে চালু করবে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে সাম্মানিক দেবে বলে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি, প্রতি মাসে ৫০০ টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয় বিজেপির ইস্তেহারে। এছাড়াও দোল এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে গ্যাসের সিলিন্ডার দেওয়ারও অঙ্গীকার করা হয় এই ইস্তাহারে।
শুক্রবার গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তাহারে ‘আয়ুষ্মান ভারত’ কর্মসূচির মাধ্যমে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, প্রসূতিদের এককালীন ২১ হাজার টাকা অর্থসাহায্য, প্রবীণ নাগরিকদের জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা মাসিক অনুদান, ‘অটল ক্যান্টিন’ চালু করে পাঁচ টাকায় পুষ্টিকর খাদ্যবিলির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আম আদমি পার্টির নির্বাচনি ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয় দিল্লিতে ক্ষমতা আবার এলে তারা মহিলাদের মাসিক ২১০০ টাকা সাম্মানিক দেবে। পাল্টা কংগ্রেস প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এ বার সেই মমতার দেখানো পথে ঢুকে পড়ল বিজেপি।
Be the first to comment