রোজদিন ডেস্ক, কলকাতা:-উত্তরপ্রদেশের কাশগঞ্জে একটি মর্মান্তিক ঘটনা ঘটলো। ৪৩ বছর বয়সী দোকানদার অভিষেক মহেশ্বরী ক্রেতাদের সাথে হাসতে হাসতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
১৭ জানুয়ারি প্রকাশিত একটি মর্মান্তিক ভিডিওতে দেখা গেছে, মহেশ্বরী ক্রেতাদের সাথে বসে কথা বলছিলেন, যখন তিনি হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং চেয়ারে নিস্তেজ অবস্থায় পড়ে যান।
উপস্থিত লোকজন দ্রুত সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ভিডিওতে দেখা যায়, তাকে বাঁচানোর জন্য ব্যস্ত মুহূর্তগুলো, এবং পরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
Be the first to comment