বিপর্যয় কাটিয়ে উঠতেই এবার মঙ্গলেই চলতে পারে বউবাজার মেট্রো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- সবরকম বাধা বিঘ্নতা কাটিয়ে বউবাজারের নিচ দিয়ে এবার পশ্চিমমুখী সুড়ঙ্গে প্রথম চাকা গড়াবে মেট্রোর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জানুয়ারি রাত ১১ টায় সেক্টর ফাইভ থেকে মেট্রো ছেড়ে বউবাজারের তলা দিয়ে মহাকরণ পর্যন্ত যাবে। ভোর চারটে পর্যন্ত দফায় দফায় এই ট্রায়াল রান চলবে। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে খবর।

বউবাজারে মাটির তলার অংশে পূর্বমুখী সুড়ঙ্গে মেট্রোর পরীক্ষামূলক দৌড় হলেও সেক্টর ফাইভ-হাওড়ার দিকে মানে পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ চলছিল। গতবছর ডিসেম্বরে যাবতীয় কাজ শেষের পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তারপর কয়েকদিন হয়েছে ট্রলি রান। এবার আগামী মঙ্গলবার রাতে প্রথম ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর চাকা গড়াতে পারে। ট্রায়াল রান সফল হলে তারপর কিছুদিন পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো। পরে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস ছাড়পত্র দিলে যাত্রী নিয়ে ধর্মতলা থেকে শিয়ালদহ ছুটবে ট্রেন। মাত্র ১১ মিনিটে যাত্রীরা হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন।তার আগে অবশ্য সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণের কাজ হবে। যে কারণে প্রায় দেড়মাস পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত এই দুই শাখায় সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে কেএমআরসিএল। ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারিও পুরো অংশের পরিষেবা বন্ধের আর্জি জানানো হয়েছে কেএমআরসিএলের তরফে। দিনগুলোতেও পুরো অংশে মেট্রোর ট্রায়াল রান হওয়ার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোনও ক্ষেত্রেই হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*