কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়তে শুরু করেছে একের পর এক তাঁবু

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- কুম্ভমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ফাটচ্ছে পরপর গ্যাসের সিলিন্ডার। পুড়তে শুরু করেছে একের পর এক তাঁবু। নিমেষের মধ্যের আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে চারদিকে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে।
প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। রবিবার বিকালে আচমকাই প্রয়াগরাজের কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের পাশে একটি তাঁবুতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। চারিদিকে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক জিনিস পুড়ে গিয়েছে। বহু পুণ্যার্থী দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকায় ছড়িয়েছে বিশৃঙ্খলা। জ্বলতে থাকা তাঁবুতে রাখা সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে মাঝে মাঝে।
মেলা চত্বরে যে আগুন লেগেছে তা এতটাই ভয়াবহ যে দূর থেকেও তা ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও নিশ্চিত করেনি প্রশাসন। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৫০-৬০টি তাঁবু পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিন আগুন লেগেছে স্বস্তিকা গেটের কাছে। আগুনে পুড়েছে রেল ব্রিজের নীচে আখড়া রয়েছে। এদিকে, ১৯ নম্বর সেক্টরের এলাকা সিল করে দিয়েছে দমকল বিভাগ।
দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হাওয়ার গতি বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। তাঁবুতে রান্না করার সময় আগুন লেগেছে বলে জানিয়েছেন পুণ্যার্থীদের অনেকেই। আর রান্নাঘরে রাখা সিলিন্ডার বিস্ফোরণেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে আগুনে দগ্ধ ব্যক্তিদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*