‘সঞ্জয়ের মৃত্যুদন্ডের দাবিতে হাইকোর্টে যাব’ : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আর জি কর কাণ্ড বিরলতম ঘটনাই, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই যুক্তিতেই দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। সোমবার এক্স হ্যান্ডেলে ‘নির্যাতিতার’ কাণ্ডে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী।
এদিন মমতা তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের মামলায়
আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি হতবাক। আমি মনে করি, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যাতে ফাঁসির সাজাই হওয়া উচিত। কী ভাবে বিচার শেষে একে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হল না? আমরা এই অত্যন্ত ভয়াবহ এবং সংবেদনশীল মামলায় অপরাধীর মৃত্যুদণ্ড চাই।’ এর পরেই মুখ্যমন্ত্রী এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, হাই কোর্টে দোষীর সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে।
এদিন তিনি জয়নগর, ফরাক্কা, গুড়াপের ঘটনায় ফাঁসির সাজার প্রসঙ্গও তুলে ধরেন লেখেন, ‘গত ৩/৪ মাসে, আমরা এই ধরণের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে, কেন এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? আমি দৃঢ়ভাবে মনে করি এটি একটি জঘন্য অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের প্রয়োজন। আমরা দোষীর মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টে আবেদন জানাব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*