‘আজ আমেরিকার সোনালি যুগের সূচনা হল’ ৪৭তম প্রেসিডেন্ট হয়েই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- নির্বাচনী বৈতরণী পার করে রিপাবলিকান সদস্য ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। শুরু হয়ে গেল ‘ট্রাম্প ২.০’-র পথ চলা। আজ সোমবার, ভারতীয় সময় রাত সাড়ে ১০টার কিছু পর মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শপথ পাঠ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ বিদেশের তাবড় ব্যক্তিত্বরা। মার্কিন মুলুকের ধনকুবের এলন মাস্ক থেকে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানিরা এই শপথ পাঠের সাক্ষী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই অনুষ্ঠানে প্রতিনিধি হিসাবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যান্য আন্তর্জাতিক অতিথিদের মধ্যে, চিনের ভাইস প্রেসিডেন্ট, জাপান ও অস্ট্রেলিয়ার বিদেশ বিষয়ক মন্ত্রীরা। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবিত প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।
এদিকে, শপথের আগে, ক্যাপিটলে ওয়ান এলাকায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ভিকট্রি ব়্যালি’ করেন ট্রাম্প। ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানটি বাইরের পরিবর্তে ইউএস ক্যাপিটলের ভিতরেই অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি বাড়ির ভিতরে স্থানান্তর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আগে এদিন ভাইস প্রেসিডেন্ট পদে শপথ পাঠ করেন জেডি ভান্স। এরপরই শপথ নেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তাঁকে শপথ পাঠ করিয়েছেন মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস।
শপথের পর প্রথা মেনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেনদের ধন্যবাদ জানিয়ে ক্যাপিটল হিলের রোটান্ডার সোমবার রাতে প্রেসিডেন্ট হিসাবে প্রথম বক্তৃতা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘‘আজ আমেরিকার সোনালি যুগের সূচনা হল। আমি আবার ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকার স্বার্থরক্ষা প্রথম অগ্রাধিকার) চালু করব। সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে দেব।’’ এদিন ট্রাম্পের ঘোষণা— ‘‘আমি শান্তি এবং ঐক্য ফেরানোর কাজ করব।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*