সাত পাকে বাঁধা পরলো বাংলা টেলিভিশনের বহুল পরিচিত মুখ রুবেল ও স্বেতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার সন্ধ্যায় চারহাত এক হল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। বৈদিক মতে বিয়ে সারলেন এই তারকা জুটি। জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির অনস্ক্রিন জুটি বাস্তবেও স্বামী-স্ত্রী হলেন। রবিবার দমদমের নাগেরবাজার এলাকার এক বিলাসবহুল বাড়িতে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ে। আর সেই বিয়েতে বর যেমন নাচলেন তেমনি বউও জমিয়ে নাচলেন নিজের বিয়েতে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বলিউড তারকাদের অনেকের বিয়েতেই লক্ষ্য করে থাকবেন যে নববধূর এন্ট্রি নিচ্ছেন নাচতে নাচতে, ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। বলিউডের সেই ট্রেন্ডকেই মাথায় রেখে শ্বেতাও এন্ট্রি নিলেন নাচতে নাচতে। শ্বেতার মাথার ওপর ফুলের চাদর ধরেছিলেন চারজন মেয়ে। আর বাঙালি বধূর সাজে শ্বেতা নাচলেন সবকি বারাতে আয়ি গানে। পরনে লাল বেনারসী, গা ভর্তি সোনার গয়না, হাতে শাঁখা-পলা ও সোনার চুড়ি, নাকে নথ, কপালে চন্দন, সব মিলিয়ে শ্বেতাকে রাজরানির মতোই লাগছিল। চোখে-মুখে ছিল খুশির ঝলক স্পষ্ট। অপরদিকে, সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে রুবেলের এন্ট্রিও ছিল দেখার মতো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*