রোজদিন ডেস্ক, কলকাতা :- ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন । অতীন্দ্র সিনেমা হলের পাশেই আগুন লাগে। শপিং মলেই রয়েছে বস্ত্র বিপণী ও রেস্তোরাঁ । পাশাপাশি রয়েছে মাল্টিপ্লেক্সও। ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে দাউ দাউ করে জ্বলতে থাকে শপিং মল।
ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
ব্যারাকপুর স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আগুন লাগে। রেললাইন থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। জানা গিয়েছে, বস্ত্র বিপণী থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেসময় ওই শপিং মলে প্রচুর লোক ছিল বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আটকে পড়েছেন কিনা তা জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায়। কিছুটা নিয়ন্ত্রণে আগুন এলেও ভেতর থেকে গলগল করে ধোয়া নির্গত হওয়ার কারণে যেতে বাধা পান দমকল কর্মীরা। বস্ত্র বিপণী ও রেস্তোরাঁয় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ওই বস্ত্র বিপণীর জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় টিটাগড় থানার পুলিশও। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয়দের অনেকের আবার দাবি, ওই পোশাকের শোরুম থেকে প্রথমে আগুন ছড়ায়। নিচের গোডাউনে প্রচুর সিলিন্ডারও মজুত ছিল বলে জানা গিয়েছে।
Be the first to comment