রোজদিন ডেস্ক,কলকাতা :- বাঘাযতীনের পর ফের কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতল সোজা করতে গিয়ে বিপত্তি। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, পুকুর ভরাট করে বহুতল করা হচ্ছিল। ঘটনার পরই পলাতক প্রোমোটার।
স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। নিষেধ করলে কর্ণপাত করেননি প্রোমোটার। ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়ি ও সরকারি স্কুল রয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। পুর-চেয়ারম্যানের দাবি, কামারহাটি পুরসভাকে না জানিয়েই হেলে পড়া বহুতল সোজা করা হচ্ছিল। ঘটনার পর টনক নড়েছে পুরসভার। পলাতক প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
দিনকয়েক আগে বাঘাযতীনে গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির ওপর হেলে পড়ে চারতলা আবাসন। স্থানীয়রা অভিযোগ করেন, হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই এই বিপত্তি ঘটেছে। ভেঙে যাওয়ার পর চারতলা অ্যাপার্টমেন্ট বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে পাশে থাকা পরিত্যক্ত একটি একতলা বাড়ির ওপর। যে বাড়িটি ভেঙে পড়েএবং ভেঙে যাওয়ার পর যে বাড়ির ওপর তা হেলে ছিল, দুটি জায়গাতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
Be the first to comment