বুধেই রাজ্যের আবেদন শুনবে হাইকোর্ট, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গিয়েছে মমতার সরকার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-আরজি কর-কাণ্ডে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার সকালেই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন করেন অ্যাডভোকেট জেলারেল কিশোর দত্ত। এই আবেদনে শুনানি হবে বুধবার অর্থাৎ ২২ জানুয়ারি।

আরজি কর-কাণ্ডে সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই রায়ে তিনি খুশি নন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই মত এদিন ফাঁসির সাজার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
আরজি কর মামলায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে এবার উচ্চআদালতের দ্বারস্থ হল রাজ্য। রাজ্যের তরফে সওয়াল করবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্যের তরফে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ মত্যুদণ্ডের দাবিতে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। শুনানি হচ্ছে আগামিকাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*