টানা ১০০ ঘন্টা বন্ধ থাকবে বালি ব্রিজ, বাতিল ২২ জোড়া ট্রেন সহ সমস্ত যানবাহন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- টানা ১০০ ঘন্টা বন্ধ থাকবে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ডানকুনি থেকে দক্ষিণেশ্বরের দিকে সমস্ত সরকারি-বেসরকারি বাস–সহ সব যানবাহন বালি ব্রিজের বদলে নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে। পাশাপাশি বন্ধ থাকবে শিয়ালদহ – ডানকুনি শাখার ট্রেন চলাচলও।

বালি ঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের সেতুর কাজের জন্য আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত মেরামতি কাজের জন্য আংশিক বন্ধ রাখা হবে ব্রিজটি। তবে ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বালি ব্রিজ দিয়ে মোটরবাইক, টোটো, অটো চলাচল করতে পারবে জানিয়েছে পরিবহন দফতর।
বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের বিবেকানন্দ সেতুতে পুরনো গার্টার পরির্বতনের কাজ হবে। পাশাপাশি চলবে লাইন মেরামতিরও কাজ। এই কাজের জন্য একটানা প্রায় সাড়ে চার দিন ওই সেতু দিয়ে চলাচল করবে না কোনও ট্রেনও। পরিবহণ দফতরের পক্ষ থেকে পরিবহণ সচিব, রেল কর্তৃপক্ষ, এনএইচএআই, ব্যারাকপুর কমিশনারেট, হাওড়া কমিশনারেট এবং বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও হয়।
বেসরকারি বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে, কলকাতা থেকে বালি হল্ট ও বম্বে রোডগামী বাস ঘুরপথ দিয়ে চলাচল করবে এই ক’দিন। জানানো হয়েছে, বাসগুলো নিবেদিতা সেতু হয়ে টোল প্লাজা হয়ে ন্যাশনাল হাইওয়ে-৮ ধরবে। পরিবহণের পক্ষ থেকে এও জানানো হয়েছে, এইকদিন টোল গেটটি পারাপার করার ক্ষেত্রে কোনও টোল কর দিতে হবে না বাসকে। এই খরচ রেল বহন করবে।
অন্যদিকে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েও ২৩ জানুয়ারি রাত ৮টা থেকে ২৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে। আবার ২৫ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক লাগোয়া পিডব্লিউডি রোডের অংশ ও সংলগ্ন আর কে পি দেব রোড।
উল্লেখ্য, প্রায় ৯৫ বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে শিয়ালদহ – ডানকুনি শাখার ট্রেন। এই মেরামতির কারণে শিয়ালদহ শাখার ডিআরএম জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলবে না। যে কারণে মোট ২২ জোড়া ডানকুনি লোকাল বাতিল করা হবে। রেল সূত্রে খবর, শুধু লোকান ট্রেন নয় বন্ধ থাকবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। যেমন, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, কলকাতা-পটনা গরিবরথ, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস এবং ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস।
এছাড়াও ১৭ জোড়া ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম – নৈহাটি করা হয়েছে। যেমন শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, জম্মু-তাওয়াই এক্সপ্রেস, অনন্যা এক্সপ্রেস, বিকানের দুরন্ত, প্রতাপ এক্সপ্রেস এবং শিয়ালদহ-অজমের এক্সপ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*