রোজদিন ডেস্ক, কলকাতা:- সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ২৯ জানুয়ারি অর্থাৎ আগামী বুধবার। ওইদিন দুপুর ২টায় এই মামলার শুনানি হওয়ার কথা।
আরজি কর কাণ্ডে ইতিমধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। এদিকে শিয়ালদা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী বুধবার মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বঞ্চ।
Be the first to comment