রোজদিন ডেস্ক, কলকাতা:- লজেন্স কিনতে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ! অভিযোগ মুদির দোকানের মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। মুদিখানা ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে উত্তাল সিউড়ি। অভিযুক্তর দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাস্তায় পোড়ানো হয় টায়ার । ঘটনায় অভিযুক্ত দোকানদারের দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ ।দোকানের পাশের বাড়ির এক মহিলার দাবি, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ একটি বাচ্চা মেয়ে দোকানে লজেন্স কিনতে আসে । তখন ওই নাবালিকা ছাড়াও বেশ কয়েকজন ক্রেতা সেখানে ছিল । সব ক্রেতাদের জিনিস দিয়ে ছেড়ে দিলেও মেয়েটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে মালিক ৷ এরপর লজেন্স দেয় ৷ নাবালিকা চলে যাওয়ার সময় আবার তাকে ভিতরে ডাকে দোকানদার। নাবালিকাকে নিয়ে ভিতরে চলে যায় । দীর্ঘক্ষণ পরও না ফেরায় সন্দেহ হয় । ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান ওই মহিলা । বিষয়টি জানতে পেরে সবাই মিলে গিয়ে অভিযুক্তের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি। বারবার জিজ্ঞাসা করায় অসংলগ্ন কথাবার্তা বলে অভিযুক্ত ৷ তখন তাকে চড় থাপ্পড় মারতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দোকানদার ৷
এদিকে নাবালিকার বাড়ি যান প্রত্যক্ষদর্শী মহিলা। সেখানে ততক্ষণে নাবালিকা পৌঁছে গিয়েছে। মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তখনই পরিষ্কার হয়ে সমস্ত ঘটনা ৷ রাতেই থানায় অভিযোগ দায়ের হয় । নাবালিকাকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্তের বন্ধ দোকান ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন মহিলারা । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আটক করা হয় অভিযুক্তের দাদাকে । পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তের নামে এফআইআর দায়ের হয়েছে ৷ খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তের দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ।
Be the first to comment