রোজদিন ডেস্ক, কলকাতা:- স্রেফ গুজবের বশেই চেন টেনে বিপদ ঘনিয়ে এনেছেন পুষ্পক ট্রেনের যাত্রীরা। তার জেরেই ওই মর্মান্তিক ঘটনা। রেলের দাবি, পুষ্পক ট্রেনের কিছু যাত্রী আগুনের ফুলকি দেখে চেন টেনে নীচে ঝাঁপ মারেন।
বুধবার মহারাষ্ট্রের জলগাঁও-এ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটক এক্সপ্রেসে চাপা পড়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা চেইন টেনে ট্রেন থামিয়ে রেললাইনে নেমে হাঁটছিলেন।
জলগাঁও-এর জেলা কালেক্টর বলেছেন, পুষ্পক এক্সপ্রেসে আগুন লাগার একটি গুজব ছড়িয়ে পড়েছিল। সেই কারণেই অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন রেললাইনে। আর তখনই উল্টো দিকের লাইনে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ৮ জনের।
Maharashtra | At least 8 passengers of Pushpak Express were hit by Karnataka Express coming from the other side. The passengers have suffered serious injuries. More details awaited. https://t.co/EN1fvJz2j4
— ANI (@ANI) January 22, 2025
Be the first to comment